জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও অস্ট্রেলিয়ার হাইকমিশন।
মঙ্গলবার মার্কিন দূতাবাস জানিয়েছে, ভোট সামনে রেখে নানা রাজনৈতিক দল নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম শুরু করেছে। সমানের দিনগুলোয় এ ধরণের কার্যক্রম যে কোনো সময় সহিংস রূপ নিতে পারে। এ অবস্থায় মার্কিন নাগরিকদের বড় সমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলতে বলা হয়েছে।
নাগরিকদের নিজের নিরাপত্তা পরিকল্পনা, পারিপার্শ্বিক বিষয়ে সচেতনতাও স্থানীয় সংবাদমাধ্যমে চোখ রাখার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন দূতাবাসের সতর্কবার্তায়। জরুরি যোগাযোগের জন্য নিজের সঙ্গে থাকা মুঠোফোনটি যেন সার্বক্ষণিক সচল থাকে, সেই ব্যবস্থা রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
আর অস্ট্রেলিয়ার হাইকমিশনও সহিংসতার শঙ্কায় প্রায় একই রকম বার্তা দিয়েছে নিজ দেশের নাগরিকদের।
অস্ট্রেলিয়া হাইকমিশন ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়, আগামী বছরের জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের আগে বিক্ষোভ, সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড বাড়তে পারে। কোনো ধরনের সতর্কতা ছাড়াই এসব রাজনৈতিক কর্মকাণ্ড সহিংস হয়ে উঠতে পারে। এ কারণে নাগরিকদের বিক্ষোভ, সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস