• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরকল উপজেলায় কমিটি ঘোষণা রামগড়ে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ২ লক্ষ্মীছড়ি কলেজে শিক্ষক পরিষদ গঠন সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে “এক টাকায় বাজার”  প্রায় ২ মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে কেপিএম মিল গুইমারা উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠিত খাগড়াছড়িতে বই পড়া কর্মসূচি-২৪ সম্পন্ন রাঙামাটিতে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শেরপুরে হামলা ভাংচুর লুটপাট ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবক নিহত-পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি এলাকাবাসীর গোয়ালন্দে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন  বাঙ্গালহালিয়াতে ব্যবসায়ীদের উদ্যোগে বিশ্বকর্মা পূজা সম্পন্ন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক ফলপ্রসূ: ইইউ প্রতিনিধি দল

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ১৬৫ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১০ জুলাই, ২০২৩

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। সোমবার (১০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ইইউর প্রতিনিধি দল।

জাতীয় নির্বাচনকে ঘিরে তৎপরতা দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা কয়েকটি দেশের। নির্বাচন কমিশনের আমন্ত্রণে নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করতে ১৫ দিনের সফরে ঢাকায় আছেন ইইউয়ের ৬ সদস্যের দল। এতে নেতৃত্ব দিচ্ছেন শোলেরি রিকার্ডো।

সোমবার সকাল ১০টার দিকে ইইউর প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে। বৈঠক শেষে প্রতিনিধি দলটি জানায়, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এর আগে, গতকাল রোববার সকালে রাজধানীতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চালর্স হোয়াইটলির বাসায় রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিরা। আলোচনা শেষে দিনভর ইইউ দূতাবাসের কার্যালয়ে অবস্থান করেন।

সফরকালে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ এবং গণমাধ্যমের সাথে বৈঠক করবেন প্রতিনিধিরা।

দূতাবাস থেকে জানানো হয়েছে, প্রতিনিধি দলটির পূর্ণ স্বাধীনতা এবং নিরপেক্ষতার জন্য তাদের কার্যসূচি প্রকাশ করা হয়নি। এই দলের প্রতিবেদনের ওপর ভিত্তি করে, আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে ইউরোপীয় ইউনিয়ন। আগামী ২৩ জুলাই পর্যন্ত দলের ৬ সদস্য ঢাকা অবস্থান করবেন।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ