সোনারগাঁয়ের ইসলামপুরে মদিনা গ্রুপের মেরিটাইম কোম্পানির ভিতরে ব্রেক ফেল করে গাড়ির চাপায় মোঃ আবুল কাশেম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি ওই কোম্পানির গাড়িচালক ছিলেন।
রবিবার (৯ জুলাই) রাত সাড়ে আটটার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মদনপুরের একটি হাসপাতালে নেওয়া হয়।পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে রাত ৯ টা ২০ মিনিটের দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী সোহেল জানান, মৃত কাশেম আমাদের কোম্পানির গাড়িচালক ছিল। আজ রাতের দিকে কোম্পানির ভিতরে ট্রাকে পাথর লোড করার সময় একটি ট্রাক ব্রেক ফেল করে তাকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় সে। দ্রুততাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক
মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তার পিতার নাম মোঃ
আমির হোসেন। তারা ডেমরা থানার ডগাইর এলাকায় বসবাস করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস