• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১ কর্মী আটক আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ১৫৮ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৯ জুলাই, ২০২৩

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এবছরে একদিনে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৮৩৬ জন, যা চলতি বছরে একদিনে আক্রান্তের সংখ্যার দিক থেকেও রেকর্ড।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ৬ জনসহ এ বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত রাজধানীর ৫৩টি হাসপাতালে ৫১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ঢাকার বাইরে নতুন রোগী ভর্তি হয়েছে ৩২০ জন। এ নিয়ে চলতি বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৯৫৪ জনে। আর বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৭৫০ জন রোগী।

চিকিৎসকেরা বলছেন, একাধিকবার আক্রান্ত হওয়ায় মৃত্যু বাড়ছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনের দিনগুলোতে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে শতর্ক করেছেন কীটত্ত্ববিদেরা।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শেষ পরিসংখ্যান অনুযায়ী দেশের ৫৭টি জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগী আছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় রোগী সবচেয়ে বেশি। যত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত, তার ৬০ ভাগই ঢাকায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত অনেক রোগী আছেন।

রোববার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দহর গ্রামে নিজ বাসভবনে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ