• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ বাহিনীর অভিযান মানিকছড়িতে ইয়ুথ গ্রুপের সক্রিয়করণ সভা অনুষ্টিত নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে- অধ্যক্ষ আলী আলম আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে শতবর্ষের ঐতিহ্য,পাহাড়ের মাচাংঘর দীঘিনালায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: দুই শতাধিক পাহাড়ি-বাঙালি পেলেন চিকিৎসা সেবা খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিব কাপ্তাই শিশু নিকেতনে ভূমিকম্প ও  অগ্নিকান্ড বিষয়ক  মহড়া অনুষ্ঠিত  রামগড়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার ফেসবুকে মানহানিকর ভিডিও দেওয়ার জন্য  কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি’র থানায় জিডি গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি আশঙ্কা যশোরে শার্শার কায়বায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক দীঘিনালায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ২ জন

কেমিক্যাল এর ড্রাম বিস্ফোরণে নিহত ১,আহত ২

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ২১৯ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৮ জুলাই, ২০২৩

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে কেমিক্যাল এর ড্রাম বিস্ফোরণে মোঃ ইয়াসিন (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় রাব্বী(২৬) ও বিপ্র কুমার বিশ্বাস পিপু(২৫), নামে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। শরীরে দাহ পদার্থ এবং কাচের গুঁড়ো লেগে গুরুতর আহত হয় তারা।

শনিবার (৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় এক শ্রমিক। গুরুতর আহত অপর দুই শ্রমিককে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী নীরব জানান, ইয়াসিন ,রাব্বি এবং পিপু তিন জনই মস (MOS) নামের ডাইস তৈরির একটি কারখানায় শ্রমিকের কাজ করতো। এ সময় ওই কারখানায় মডেল মসজিদের রেলিং এবং মিনারের ডাইস তৈরির কাজ চলছিল।
আসরের নামাজের পর কেমিক্যালের ড্রাম খুলতে গেলে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ইরাসিন। বিস্ফোরণে অফিসের জানালার কাঁচের টুকরো এবং ড্রামের দাহ পদার্থ শরীরে লাগলে গুরুতর আহত হন তারা। দ্রুত তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্নে আনা হয়। বর্তমানে জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে রাব্বির অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসক।

তিনি আরও জানান, আহত রাব্বির পিতার নাম মহিউদ্দিন এবং বিপ্র কুমার বিশ্বাস পিপুর পিতার নাম বিপুল চন্দ্র বিশ্বাস। তাদের উভয়ের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার রাজাপুর গ্রামে। বর্তমানে তারা দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে ভাড়া থাকে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আহত দুই শ্রমিককের জরুরী বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

পার্বত্যকন্ঠ নিউজ /এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ