রাজবাড়ীর গোয়ালন্দে, পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ০২ গ্রাম হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জামাদিসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শুক্রবার (৭ই জুলাই) দুপুরে দৌলতদিয়া ঘাটের পুড়াভিটা এলাকা হতে তাদের আটক করা হয়।
আসামিরা হলো,গোয়ালন্দ উপজেলার পুর্ব উজান চর গ্রামের মৃত্যু ইউসুফ আলি ব্যাপারীর বড় ছেলে ইয়াকুপ আলি ব্যাপারী (৪০), হাজি দুদুখান পাড়া গ্রামের মোঃ নুরু মোল্লার ছেলে, রাসেল মোল্লা (৩০), এবং একই গ্রামের মৃত্যু শুকুর আলি সেখের ছেলে, খবির সেখ,কে ২ গ্রাম হিরোইন সহ আটক করে পুলিশ। যার বাজার মুল্য ২০ হাজার টাকাও বেশিও।
এবিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান,আসামীদের
বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। পরে নতুন করে আরেটি মাদক মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/ এমএস