স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যুব সমাজ যদি মাদকের ভয়াল ছোবলে আটকে যায় তাহলে বাংলাদেশ ও বাংলাদেশের উন্নয়ন পথ হারানোর সম্ভাবনা থেকে যায়। তিনি বলেন, দেশের ৬৫ শতাংশ মানুষ কর্মক্ষম শক্তির অংশ। এর মধ্যে অধিকাংশ যুব সমাজ। সেই যুব সমাজকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে দেশের অপূরনীয় ক্ষতি।
শনিবার বিকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় আহছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। মিয়ানমার সীমান্ত সুরক্ষিত করতে কাজ অব্যাহত রয়েছে। বিজিবিকে শক্তিশালী করা হয়েছে। সীমান্তে যোগাযোগের জন্য হেলিকপ্টার কিনে দিয়েছি।
এ সময় মন্ত্রী মাদকের সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় না দিয়ে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অবলম্বন করার আহবান জানান।
ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল ওয়াহাব ভূইয়া,ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম,মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন।
ঢাকা আহছানিয়া মিশনের মাধ্যমে প্রতিষ্ঠিত এই মনোযত্ন কেন্দ্রে মাদক নির্ভরশীল ও মানসিক রোগীদের বহুমুখী বিশেষষায়িত চিকিৎসাসেবা প্রদান করবে প্রতিষ্ঠানটি।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস