সরকারের সঙ্গে সমঝোতা করে লাভ হবে না, তারা আবারও প্রতারণা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আজ শনিবার ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার সাংবিধানিকভাবে অবৈধ। অনেকে সমঝোতার কথা বলছেন, কিন্তু সরকারের সাথে সমঝোতা করে লাভ হবে না; তারা আবারও প্রতারণা করবে। অতীতেও তারা প্রতারণা করেছে।
এ সময় ফখরুল দাবি করে বলেন, বিএনপি নেতা-কর্মীদের মামলা ২ মাসের মধ্যে নিষ্পত্তি করতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় থেকে জেলায় জেলায় চিঠি দেওয়া হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, তারা সবাই ঐক্যবদ্ধ। নির্বাচন ছাড়া গণতন্ত্র টিকবে না। তাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শিগ্গিরই এক দফার চূড়ান্ত আন্দোলন শুরু হবে।
এ সময় অন্য বক্তারা বলেন, কোনো ষড়যন্ত্র করে সরকার এবার আর ক্ষমতা ধরে রাখতে পারবে না।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস