অনুরোধ জানিয়েছেন তামিম ইকবাল। তাতে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাশরাফি বিন মুর্তজা প্রস্তাব পেলেন অক্টোবরে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের মেন্টর হওয়ার!
মাশরাফি অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত জানাননি।
গত পরশু আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেয়া তামিম ইকবাল গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসর ভেঙে ফিরে আসেন। গণভবনে তামিমকে নিয়ে গেছেন সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি। বৈঠকে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।
সেখানে আলোচনার এক পর্যায়ে তামিম প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন, যাতে বিশ্বকাপে মাশরাফিকে বাংলাদেশ দলের মেন্টর করে নেয়া হয়। প্রধানমন্ত্রীর কাছে সে সময়ের জন্য মাশরাফির ছুটি চান তামিম। প্রধানমন্ত্রী তখনই হেসে বলেন, ‘অবশ্যই, মাশরাফি যাবে।’ প্রসঙ্গত, এর আগেও একবার মাশরাফিকে ২০২৩ বিশ্বকাপে দলের মেন্টর হিসেবে পাওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন তামিম।
তবে মাশরাফি এখনো সিদ্ধান্ত নেননি। প্রধানমন্ত্রী তাকে এ ব্যাপারে ভাবতে বলেছেন জানিয়ে মাশরাফি জানালেন, সময় হলে দেখা যাবে। উল্লেখ্য, অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ হবে ভারতে, তার কিছুদিন পরই জাতীয় নির্বাচন এবং সেখানে মাশরাফি আবারও নড়াইল-২ আসনে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা আছে।
পার্বত্যকণ্ঠ নিউজ /এমএস