• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সাঙ্গু নদীতে নৌকায় ডুবে নারী নিখোঁজ এখনো সন্ধান পাওয়া যায়নি মোল্লাহাটে বিএনপির আহবায়ককে অব্যাহতি দেয়ার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে এক ঘন্টার জন্য প্রতীকী পুলিশ সুপার হলেন শিশু শিক্ষার্থী নূর ইসরাত জাহান প্রবারণা পূর্ণিমাকে ঘিরে চলছে উৎসবের আমেজ লামায় ইউপি মেম্বারের বিরুদ্ধে অসহায় জায়গার মালিকের যত অভিযোগ বান্দরবানে এবারো এইচএসসি পরীক্ষার ফলাফলে কোয়ান্টাম কসমো কলেজ প্রথম কাপ্তাই মা সীতা দেবী মন্দিরে হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত রান্না ঘর ও বাগান নবীনগর নিখোঁজ গৃহবধূর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন! সাজেকে ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙ্গালী পরিবারের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান মানিকছড়িতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হাতে-কলমে অক্ষর শিখছে শিশুরা প্রবারণা উৎসবে মানিকছড়িতে অনুদান বিতরণ গুইমারা কলেজের সাফল্য মায়ের ইচ্ছে স্বপ্নপূরণে চিকিৎসক হতে চায় জিপিএ-৫ প্রাপ্ত আশরাফুল

রাষ্ট্রদূত ইমরানকে মার্কিন আন্ডার সেক্রেটারি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে উন্মুখ যুক্তরাষ্ট্র

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: / ১৬৮ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে উন্মুখ হয়ে আছে যুক্তরাষ্ট্র। ঢাকা সফর সামনে রেখে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

শুক্রবার (৭ জুলাই) ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠক করেন মার্কিন আন্ডার সেক্রেটারি। ওই বেঠকেই দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এরপর এক টুইটার বার্তায় বৈঠকের বিষয়টি জানিয়ে তিনি বলেন, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকার ও মানবিক সহায়তা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উজরা আরও বলেন, ‘আমি আমাদের মধ্যকার শক্তিশালী অংশীদারিত্ব আরও গভীর করার জন্য উন্মুখ হয়ে আছি।’

আগামী ১১- ১৪ জুলাই উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসছে। সংশ্লিষ্ট সূত্র মতে, প্রতিনিধি দলে দেশটির অর্থনৈতিকবিষয়ক আন্ডার সেক্রেটারি জোসে ডব্লিউ ফার্নান্দেজ এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও রয়েছেন।

সূত্র বলছে, সফরে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া মার্কিন প্রতিনিধিদলটি ঢাকা সফরের সময় আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে দু’দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

পার্বত্যকন্ঠ নিউজ/এম এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ