• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১ কর্মী আটক আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান

ছাদে হেলিপোর্ট নির্মাণে মানতে হবে ১১ শর্ত

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: / ১৮৩ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার 

বাসাবাড়ি, করপোরেট অফিস কিংবা কারখানার ছাদে হেলিকপ্টার অবতরণ এবং রাখার অনুমোদন দিয়েছে সরকার। এজন্য মানতে হবে নিজস্ব জায়গা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছাড়পত্র নেয়াসহ ১১ শর্ত। অর্থনৈতিক সংকটের কারণে সরকারি উদ্যোগে হেলিপোর্ট নির্মাণ প্রকল্প অনিশ্চয়তায় মধ্যে পড়ায় সরকার বেসরকারিখাতে এই অনুমোদন দেয় বলে জানা গেছে।

দেশের প্রত্যন্ত এলাকা থেকে জরুরি রোগী পরিবহন, ব্যবসায়িক কাজসহ জরুরি প্রয়োজনে হেলিকপ্টারের ব্যবহার এখন বিলাসী কিছু নয়। সরকারি বিভিন্ন বাহিনীর হেলিকপ্টারের পাশাপাশি ১০টি বেসরকারি প্রতিষ্ঠান ৩২টি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে এসব কাজে।

তবে হেলিকপ্টার অবতরণ ও রক্ষণাবেক্ষণের উপযোগী হেলিপোর্ট সরকারি কিংবা বেসরকারিখাতে গড়ে ওঠেনি এখনো। এমন বাস্তবতায় বেসরকারি অপারেটরদের এ খাতে বিনিয়োগের সুযোগ দিয়েছে বেসররিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

স্কয়ার এয়ারের পরিচালক ফ্লাইট অপারেশন সৈয়দ সাখাওয়াত কামাল বলেন, বিমানবন্দরে হ্যাংগারে হেলিকপ্টার রাখার কারণে আমাদের খরচ বেড়েছে। তবে সরকার বেসরকারিভাবে হেলিপোর্ট নির্মাণের অনুমতি দিলেও তা বাস্তবায়ন করা কতটা সম্ভব হবে তা এখনো বলা যাচ্ছে না।

এজন্য নীতিমালাও তৈরি করেছে সরকার। হেলিপোর্ট ও এলিভেটেড হেলিপোর্ট স্থাপন ও পরিচালনা বিধিমালা ২০২৩ অনুযায়ী, এখাতে বেসরকারি উদ্যোক্তাদের জন্য ১১টি শর্ত রাখা হয়েছে। এইসব শর্তপূরণ করলে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মালিকানায় হেলিপ্যাড ও পোর্ট নির্মাণ করা যাবে। অবতরন করানো এবং রক্ষণাবেক্ষণ করা যাবে হেলিকপ্টার। তবে এতে সিভিল এভিয়েশনের তদারকি না থাকলে সুযোগের অপব্যবহার হবার শংকা বিশ্লেষকদের।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, বেসরকারি উদ্যোক্তাদের হেলিপোর্ট নির্মাণ করা কিংবা বিভিন্ন জায়গায় অবতরণের সুযোগ দেয়া হলেও তা তদারকি করতে হবে। তা না হলে অনেকেই সুযোগের অপব্যবহার করতে পারেন।

সরকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের কাওলা এলাকায় এলিভেটেড হেলিপোর্ট ও হেলিপ্যাড তৈরির উদ্যোগ নিলেও আপাতত সেটি স্থগিত রাখা হয় বলে জানান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান।

সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মফিদুর রহমান বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক সংকটের কারণে হেলিপোর্ট নির্মাণ প্রকল্প সরকারের অগ্রাধিকার প্রকল্পে নেই। তবে সংকট কাটলে তা আবার বিবেচনা করা হবে।

দেশের পরিত্যক্ত বিমানবন্দরগুলো সংস্কারের মাধ্যমে হেলিপোর্ট হিসেবে ব্যবহারের সুযোগ আছে বলেও জানান এভিয়েশন বিশেষজ্ঞরা।

পার্বত্যকণ্ঠ নিউজ/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ