পার্বত্য চট্টগ্রামে অপারেশন উত্তরণের আওতায় সেনাসদস্যদের পাশাপাশি হিল আনসার এবং হিল ভিডিপি সদস্যগণও আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে আনসার ও ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। পার্বত্য চট্টগ্রামে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি প্রাথমিকভাবে মোকাবেলায় হিল আনসার এবং হিল ভিডিপি সদস্যরা সহায়ক ভূমিকা পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় হিল আনসার এবং হিল ভিডিপি সদস্যদের ধারাবাহিক কার্যক্রমের মান উন্নয়নে প্রশিক্ষণ পরিচালনা করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। পাবর্ত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিবেশ মোকাবেলায় সামরিক বাহিনীর পাশাপাশি হিল আনসার ও ভিডিপি সদস্যদের বিশেষ প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলার ৭ হাজার ৭ শত ৯৮ জন হিল আনসার ও হিল ভিডিপি আধুনিক প্রশিক্ষণে অংশ নেয়।