রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তারকৃত যুবকেরা হলো সদর উপজেলার শহিদ ওহাব পুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের রূপপুর (আশ্রায়ন প্রকল্প, ওয়ার্ড-০২) এলাকার মৃত ওয়াহাব আলী শেখের ছেলে মো. আহাম্মদ শেখ ওরফে জাম্বু (৩৬), একই এলাকার মৃত আইনউদ্দিন শেখের ছেলে মো. লিটন শেখ (৩৪) ও সদর উপজেলার সাদিপুর এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে মো. কাদের শেখ (৩৩)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৯ মে) দিবাগত রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই শেখ রাজীব হোসেন, এএসআই মো. শফিকুল ইসলাম, এসআই মো. আশরাফ আলী, সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার রূপপুর এলাকার আহম্মদ শেখ জাম্বু’র বসত বাড়ীর পিছনে মেহগনি বাগানের ভিতর হইতে ৫০০ গ্রাম গাঁজা সহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় ।
বুধবার (১০ মে) জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস