প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খাগড়াছড়ি সদর দপ্তরের উপ সহকারি পরিচালক শিমুল মোঃ রফি। কোর্স কো অডিনেটর ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খাগড়াছড়ি সদর দপ্তরের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন স্কুল, কলেজ, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও টিআইবি-সনাকের ইয়েস সদস্য সহ ৫০ জন স্বেচ্ছাসেবককে ফায়ার সার্ভিসের বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের খাগড়াছড়ি সদর দপ্তরের উপ-সহকারি পরিচালক শিমুল মোঃ রফি বলেন, যেকোনো দুর্যোগে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসেন।বর্তমানে আধুনিক যন্ত্রপাতি যুক্ত হয়েছে ফায়ার সার্ভিসে। সেসব যন্ত্রপাতি সম্পর্কে স্বেচ্ছাসেবকদের যদি ধারনা না থাকে তাহলে তারা সহযোগিতা করতে পারবে না। তাই এই স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তাই এই স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস