খাগড়াছড়ি জেলার রামগড়ে নিতাই দাস নামে (৪৫) এক ব্যক্তি গঁলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
শুক্রবার(২৮শে এপ্রিল) সকাল ০৯.০০ ঘটিকায় রামগড় পৌরসভার মধ্য বাজার কসমেটিকস গল্লি এলাকায় তৃতীয় তলা বিল্ডিংয়ে সিঁড়ির পাশের রুমে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে রামগড় থানার এসআই,ফরহাদ ইসলাম ও সামছুল আমিন সহ সংগীয় ফোর্সের সহযোগীতায় ঝুলন্ত লাশটি উদ্ধার করে রামগড় থানায় নিয়ে আসার পর লাশটি থানার মর্গে রাখা হয়।
জানা যায়,নিতাই সীতাকুন্ড উপজেলার জাফরনগর এলাকার রুহিনী দাস ও বিন্দু দাসের ছেলে,পেশায় কাপড় ব্যবসায়ী। ব্যবসা ঘটিত ব্যাপারে এই ঘটনা বলে ধারণা করছেন বাজারের ব্যবসায়ীরা।
পরিচিত কাপড় ব্যবসায়ী রাখাল জানান,সে তিন-চারমাস যাবত এ বিল্ডিংয়ে রুম ভাড়া নেয়, তাকে আমি চিনি সে আমার সাথে কাপড়ের ব্যবসা করতো,তার বাড়ি সীতাকুন্ড,বিগত তিন-চার মাস আমার সাথে আর ব্যবসা করে না,মাঝে মধ্যে দেখা হলে কি অবস্থা কেমন আছি জিজ্ঞেস করতো,দেখতাম পার্কে ও ঘড়ি মেকানিকের দোকানে বসে থাকতো।
রামগড় থানার ওসি মোঃ মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়াধীন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস