কেক কাটা, প্রীতিভোজ, বিশেষ মোনাজাত সহ নানা আয়োজনে পালিত হলো খাগড়াছড়িতে আইন-শৃংখলা ও সীমান্ত রক্ষার নিয়োজিত ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন যামিনীপাড়া জোনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে পুরো জোন সদরে ছিলো সাজ সাজ রব।
দুপুরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ বি এম জাহিদুল করিমের হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি বর্ডার গার্ড বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিন পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজেদুর রহমান। এসময় তিনি বলেন, বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে। দেশকে এগিয়ে নিতে তাদের এ সহযোগিতা অব্যহত থাকবে।
এসময় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এস.এম সরওয়ার মোরশেদ সহ বিভিন্ন সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তাগন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পার্বত্যকন্ঠ নিউজ/এম এস