রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ২৫ কেজি গাঁজা ও মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। সোমবার (২৪ এপ্রিল) র্যাব ১০ এর অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন গ্রেপ্তার ও মাদক উদ্ধারের বিষযটি জানান।
তিনি জানান, রোববার (২৩ এপ্রিল) র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের ২৫ (পঁচিশ) কেজি গাঁজা ও ৫ (পাঁচ) বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নুরজাহান আক্তার পপি (২৬) ও ২য় জন নাবালক হওয়ায় নাম দেয়া হয়নি। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব ১০ এর অধিনায়ক বলেন, গ্রেপ্তাকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।