খাগড়াছড়ি জেলার রামগড় ৪৩ বিজিবি কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গরীব ও দুস্থ্য পাহাড়ী এবং বাঙ্গালীদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
১৯শে এপ্রিল বুধবার বিকাল ০৪ ঘটিকায় রামগড় ৪৩ বিজিবি এর ব্যবস্থাপনায় ১০০ টি পরিবারের জন্য ১০০ প্যাকেট খাদ্য সামগ্রী (চাউল, ডাল, তৈল, চিনি, সেমাই) বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+। রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুঃস্থদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন, ৪৩ বিজিবির স্টাপ অফিসার সহকারী পরিচালক রাজু আহম্মেদ, জোন জেসিও জাহানুর সহ বিজিবির পদস্থ কর্মকর্তা।
রনি/পক