খাগড়াছড়ির রামগড় পৌরসভার থানাঘাট নামকস্থানে রামগড় ৪৩ বিজিবি কর্তৃক ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ও গাঁজা আটক করা হয়।
মঙ্গলবার ১৮ই এপ্রিল রাত ১০ ঘটিকায় রামগড় ৪৩ বিজিবির অধিনস্থ রামগড় বিওপির একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার থানাঘাট থেকে মালিকবিহীন ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ(মনটাস ১৫১০ পাতা, সারিডন ১৩১০ পাতা, ভিগোরী ৫৪৫ পাতা, ডিরোভিন ২০০ পাতা, ডুবাডিলান ৯০ পাতা, কেভিন্ড ৮০ পিস, সাইসটোন ৬০ পিস, গারডেনাল ৫০পিস, সিরোফল্স ১৪ পিস, গ্রিরিফিলিস ১০ পিস, নিকোডুসি ১০ পিস) ও ১৫ কেজি গাঁজা আটক করা হয়। আটককৃত মালামালের বাজারমূল্য ৮,৯৪,৯৭৯ টাকা।বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়।
আটককৃত ঔষধ সীতাকুন্ড কাষ্টমস অফিসে জমা করার প্রক্রিয়াধীন রয়েছে এবং গাঁজা পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।
রামগড় ৪৩ বিজিবির জোন কমন্ডার লে. কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি,জি+ জানান, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।
রনি/পক