রাঙ্গামাটির লংগদুতে ঐতিহাসিক মুজিব নগর দিবস ও স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭এপ্রিল) সকলে উপজেলা প্রশাসনের আয়োজনে লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথ তলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী শামসুল আলম উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা মহান মুক্তিযোদ্ধে মুজিবনগর সরকারের কার্যক্রম ও অবদানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
রনি/পক