• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কাপ্তাইয়ে ইউএনও এর বিদায় সংবর্ধনা নেত্রকোনায় জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিনে হিমু উৎসব জনগণের মন জয় করাই বিএনপি’র রাজনীতির লক্ষ্য মানিকছড়িতে ‘সম্প্রীতির বিশাল সমাবেশে’ ওয়াদুদ ভূঁইয়া গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান খাগড়াছড়িতে মাদকের ভয়াবহতা সম্পর্কে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত আন্দোলনে ঐক্যবদ্ধভাবে শামিল হতে হবে- ব্যারিস্টার মীর মো: হেলাল উদ্দিন স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত  জেএএফএস’র সহযোগিতায় মাইসছড়িতে ত্রাণ পেলো এক হাজার পরিবার রাঙামাটি শহীদ মিনারে জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন গুইমারায় মাদক দ্রব্য ইয়াবা সহ গ্রেফতার ২ কংলাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাজেক উন্নয়ন ফোরাম কর্তৃক শিক্ষাসামগ্রী বিতরণ

মাইসছড়িতে সেনাবাহিনী কর্তৃক অগ্নি নির্বাপক মহড়া

রিপন ওঝা,নিজস্ব প্রতিনিধি:(মহালছড়ি) / ১৯২ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

মাইসছড়ি বাজারসহ তৎসংলগ্ন এলাকায় আসন্ন শুষ্ক মৌসুম কে সামনে রেখে আজ দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড নিরসন এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ১৭এপ্রিল রোজ রবিবার সকাল ১০.৩০ঘটিকায় মহালছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় ও ফায়ার সার্ভিসের বিশেষ ইউনিটের উপস্থিতিতে ও সেচ্ছাসেবকদের অংশগ্রহনে অগ্নি নির্বাপন মহড়া আয়োজন করা হয়েছে।

মহড়ায় মহালছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক এবং বিজিতলা সাবজোন কমান্ডার মেজর মেহেদী হাসান সরকার,পিএসসি মাইসছড়ি বাজারের সামগ্রিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা তদারকির প্রয়োজনীয়তা এবং যে কোন জরুরি অবস্থায় করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

এসময় তিনি বলেন, মাইসছড়ি বাজার এই উপজেলার একটি বৃহত্তর ও ব্যস্ততম বাজার হওয়ায় এর অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে তিনি স্থানীয় স্বেচ্ছাসেবকদের প্রতি সবসময় সর্বাত্বক আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মহালছড়ি উপজেলাতে ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন না থাকায় মাইসছড়ি বাজার এই উপজেলার একটি বৃহত্তর ও ব্যস্ততম বাজার হওয়ায় এর অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহালছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় যে কোন দুর্ঘটনা প্রতিরোধে সেনা জোন দ্রুততম সময়ে সাড়া দিতে সক্ষম। এ ব্যাপারে তিনি স্থানীয় স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মহালছড়ি সেনাজোন ও বাজার সেচ্ছাসেবক কমিটির সমন্বয়ে মহালছড়ি জোন সদরের অগ্নি নির্বাপক দল এবং মাইসছড়ি বাজার স্বেচ্ছাসেবক দল কর্তৃক যৌথভাবে দ্রুততম সময়ে অগ্নি নির্বাপন এবং অগ্নি নির্বাপক সরঞ্জামাদির সঠিক ব্যবহার ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য। এছাড়াও, এই মহড়ায় স্থানীয়দের অগ্নি নির্বাপন প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি জরুরী অবস্থায় করণীয় সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়।

এই জনসচেতনামূলক উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের প্রতি মাইসছড়ি বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীগণ অত্যেন্ত প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময়ে মাইসছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন(লিডার), মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বাজার চৌধুরী, স্থানীয় সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস খাগড়াছড়ির প্রতিনিধি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের(অ্যাম্বুলেন্স), প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ