খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কালাপানি এলাকায় চুলার আগুন ডিজেলে ছড়িয়ে পড়লে মুহুর্ত্বে আগুনের লেলিহানে ইসমাইলের দুইটি ঘর ভস্মীভূত ! এতে আসবাবপত্র, ধান, মালামালসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত পরিবারের।
মঙ্গলবার দুপুর ১.৩০ মিনিটের পর সাবেক ইউপি সদস্য মো. ইসমাইল হোসেনের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মূলঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা ধান, আসবাবপত্র, কাপড়চোপড় পুড়ে ছাই হয়ে যায়। আশেপাশে পানির কোন উৎস না থাকায় নীরবে আগুনে সব ছাই হয়ে গেছে।
ইসমাইল হোসেন বলেন, আগুনে নগদ দেড় লাখ টাকা, ২টি পাম্প মেশিন ও ১টি জেনারেটর, ধান এবং চাল, প্রয়োজনীয় কাগজপত্র ও জায়গার দলিল পুরে ছাই।
ঘরে ৬০ লিটার ডিজেল (বাগানের পানি সেচের মোটর চালানোর জন্য কেনা) থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। বর্তমানে স্ত্রী ও ১০ সন্তান নিয়ে খোলা আকাশের নিচে রাতকাটাতে হবে। আমার জীবনের সব অর্জন আজ ধূলিসাৎ! আগুনের লেলিহান দৃশ্য ছেয়ে ছেয়ে দেখার ছাড়া কিছুর করার ছিল না। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকার উর্ধে।
এম/এস