• সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুর রেলস্টেশনে ঢাকামুখী কমিউটার ট্রেনের গতিরোধ পাহাড়খেকো আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ’কে ঠেকাবে কে ? কাপ্তাই সেনা জোনের উদ্যোগে চালু হল ”মানবতার দেওয়াল” কালবৈশাখীর ছোবলে মানিকছড়িতে ঘর-বাড়ি ভেঙে চুরমার বিদ্যুৎ লাইন বির্পযয় রামগড়ে বজ্রপাতে গংজ মার্মার মৃত্যু কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের সুইচ ইয়ার্ডে অগ্নিকান্ড উপজেলা নির্বাচনে নিজেদের প্রার্থীদের জেতাতে মরিয়া জেএসএস (সন্তু) খাগড়াছড়িতে নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় মা‌টিরাঙ্গায় সাংবাদিক হাসান আল মামুনের বিরু‌দ্ধে মানববন্ধন মোংলায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প বেলকুচি উপজেলা নির্বাচনে উড়োজাহাজ প্রতিকে আবারও ভোট চান সফল ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ

বৈসাবিতে ব্যতিক্রমী উপহার হিসেবে “কুচিয়া মাছ” বিতরন করেছে ২৩ বিজিবি অধিনায়ক -জাহিদুল করিম

লোকমান হোসেন: / ২৭১ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়িদের সাংগ্রাই,বিজু,বৈসু উৎসব উপলক্ষে তাদের মাঝে ব্যতিক্রমী উপহার “কুচিয়া মাছ” বিতরন করেছে।

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার পাহাড়িদের প্রধাণ ৩টি বর্ষ বরণ উৎসব বৈসাবী। এটি তাদের প্রধাণ সামাজিক অনুষ্ঠানগুলোর একটি। এ উৎসবটি ত্রিপুরাদের কাছে বৈসুব, বৈসু বা বাইসু , মারমাদের কাছে সাংগ্রাই এবং চাকমা ও তঞ্চঙ্গ্যাদের কাছে বিজু নামে পরিচিত।এবং বাঙ্গালীদের ঐতিহ্যবাহী বর্ষবরণ নববর্ষ, বৈসাবীন নামকরনও করা হয়েছে এই চারটি উৎসবের প্রথম অক্ষর গুলো নিয়ে।

সাংগ্রাই,বিজু,বৈসু=বৈসাবী উৎসবকে আনন্দমুখর করতে পাহাড়িদের পছন্দ অনুযায়ী বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মাঝে এই কুচিয়া মাছ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন ২৩ বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম।

আসন্ন সাংগ্রাই,বিজু,বৈসু উৎসব(বৈসাবী) উপলক্ষে উৎসবকে আনন্দমুখর করতে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় ১০ এপ্রিল সোমবার লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম, জোন কমান্ডার, যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) কর্তৃক পাহাড়িদের পছন্দ অনুযায়ী বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মাঝে ৮০ কেজি “কুচিয়া মাছ” ক্রয় পূর্বক বিরতণ করা হয়। যার মূল্য ২০,০০০/-টাকা। সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এমন ব্যাতিক্রমে উপহার বলেও জানিয়েছেন ২৩ বিজিবি অধিনায়ক,এমন উপহার পেয়ে পাহাড়ি সম্প্রদায়ের মাঝে প্রশংসায় ভাসছেন যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ