• সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুর রেলস্টেশনে ঢাকামুখী কমিউটার ট্রেনের গতিরোধ পাহাড়খেকো আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ’কে ঠেকাবে কে ? কাপ্তাই সেনা জোনের উদ্যোগে চালু হল ”মানবতার দেওয়াল” কালবৈশাখীর ছোবলে মানিকছড়িতে ঘর-বাড়ি ভেঙে চুরমার বিদ্যুৎ লাইন বির্পযয় রামগড়ে বজ্রপাতে গংজ মার্মার মৃত্যু কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের সুইচ ইয়ার্ডে অগ্নিকান্ড উপজেলা নির্বাচনে নিজেদের প্রার্থীদের জেতাতে মরিয়া জেএসএস (সন্তু) খাগড়াছড়িতে নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় মা‌টিরাঙ্গায় সাংবাদিক হাসান আল মামুনের বিরু‌দ্ধে মানববন্ধন মোংলায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প বেলকুচি উপজেলা নির্বাচনে উড়োজাহাজ প্রতিকে আবারও ভোট চান সফল ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ

সম্প্রীতি থাকলে উন্নয়ন দূত গতিতে এগিয়ে যাবে গুইমারাতে মতবিনিময় সভায় জেলা প্রশাসক

স্টাফ রির্পোটারঃ / ১৭৬ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গুইমারা উপজেলায় শুভাগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠত।

১০ এপ্রিল সোমবার সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনে কক্ষে গুইমার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সহিদুজ্জামান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) রক্তিম চৌধুরী গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব চন্দ্র কর, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমাসহ সরকারি বেসরকারি দপতরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,হেডম্যান,কার্বারী, সাংবাদিকবৃন্দ।

এতে বক্তব্য রাখেন গুইমারা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি ত্রিদেব নারায়ণ ত্রিপুরা, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা,গুইমারা ইউনিয়ন পরিষদের সদস্য হরিপদ্ম ত্রিপুরা, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ,গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর, কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস সভাপতির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা বলেন, গুইমারা নতুন উপজেলা হওয়ায় অবকাঠামোগত সমস্যা থাকায় জনগণের কাঙ্ক্ষিত সেবা ও সরকারি বেসরকারি কর্মকর্তাদের কাজের সমস্যা হচ্ছে তাই সমস্যা দূরীকরণের দ্রুত ব্যাবস্হা গ্রহনের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন শান্তি ও সম্প্রীতি থাকলে কাঙ্খিত উন্নয়ন দ্রুত এগিয়ে যাবে। গুইমারা উপজেলার সমস্যাগুলো দূত সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন বলে ঘোষণা দেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ