ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, কলকাতার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার ঢাকায় থেকে কলকাতায় পাড়ি দেন লিটন।
জানা যায়, রবিবার সন্ধ্যা সোয়া ৭টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন লিটন।
লিটন যখন কলকাতায় পাড়ি দেবেন, তখন তার দল থাকবে আহমেদাবাদে। সেখানে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলবে তাদের দল। ওই ম্যাচ খেলে কলকাতায় ফিরবে কেকেআর। তখন দলের সঙ্গে যোগ দেবেন লিটন।
কলকাতার এর পরের ম্যাচ ১৪ এপ্রিল। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সেই ম্যাচটি থেকে অ্যাভেইলেবল থাকবেন বাংলাদেশি তারকা। ইডেন গার্ডেন্সে হবে সেই ম্যাচ।
বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও লিটন দাসকে ২ কোটি রুপিতে নিলাম থেকে কিনে নেয় কলকাতা। সাকিব অবশ্য পরে সরিয়ে নেন নিজেকে। তবে লিটন খেলতে যাচ্ছেন।
শুরুর অংশের মতো মাঝের দিকেও লিটনকে পাওয়ার সম্ভাবনা কম কলকাতার। কারণ, মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে খেলবে বাংলাদেশ।
এম/এস