• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১ কর্মী আটক আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ প্রতিনিধিঃ। / ৩৭২ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

রাজবাড়ীর গোয়ালন্দে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ক্ষমতাসীন দলের কর্মীদের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।

হামলায় আহতরা হলেন, দৈনিক বাংলা পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি ও বাংলাট্রিবিউন এর প্রতিনিধি মইনুল হক মৃধা ও দৈনিক ইনকিলাবের গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু।

শনিবার বিকেল ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্ত্বর এলাকায় একটি গাড়ি (মাইক্রোবাস) ভাঙচুরের সময় ভিডিও ধারণ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শী সংবাদকর্মীরা জানান, শনিবার বিকেলে সারা দেশের ন্যায় গোয়ালন্দেও বিএনপি’র কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচী ছিল। এই কর্মসূচীকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে ছিলো। বিকেল ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্ত্বরে বিএনপি’র নেতাকর্মীদের বহনকারী একটি মাইক্রোবাস আসলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ওই গাড়িতে ভাঙচুর শুরু করে। এসময় কর্মরত সাংবাদিকরা ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা সাংবাদিকদের উপর হামলা করে। হামলায় আহত সাংবাদিকদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মইনুল হক মৃধাকে ভর্তি ও মোজাম্মেল হক লাল্টুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত সাংবাদিক মইনুল হক মৃধার স্ত্রী সাবরিনা আক্তার এ ঘটনার বিচার দাবি করে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আজ আমার স্বামী হামলায় আহত হয়েছে, এর যদি বিচার না হয়, এরপর আপনারাও এ রকম হামলার শিকার হবেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হবে বলে তিনি জানান।

গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, ভাঙচুরের শিকার মাইক্রোবাসে তাদের কর্মসূচীতে যোগ দিতে কয়েকজন নেতা এসেছিল। হামলার শিকার হয়ে তারা আর কর্মসূচীতে যোগদিতে পারেন নি।

গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি জানান, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। ইতিপূর্বে গোয়ালন্দে এ ধরনে ঘটনা ঘটেনি। দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বসে বিষয়টি মিমাংশা করে ফেলা হবে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ