পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাশেমের সার্বিক সহযোগিতায় কোনো ধরনের ইফতার পার্টি না করে ব্যতিক্রমী এক উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করেছে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম।
৮ এপ্রিল (শনিবার) বিকেলে অফিসার্স ক্লাবে উপজেলার মেরুং জুর জুরি পাড়া ও বেতছড়ি পশ্চিম পাড়া আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত শতাধিক পরিবারের মাঝে এ-ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে ছিলো ১ কেজি গরুর মাংস, তেল, পিয়াজ, মসলা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, বিশিষ্ট সমাজ সেবক জসিম উদ্দিন, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, ও অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম বলেন, রমজান উপলক্ষে কোনো ধরনের ইফতার পার্টি না করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাশেম মহোদয়ের সার্বিক সহযোগিতায় মেরুং জুর জুরি পাড়া ও বেতছড়ি পশ্চিম পাড়া আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত শতাধিক পরিবারের মাঝে গরুর মাংস, তেল, পেয়াজ, মসলা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।
এম/এস