বর্ণাঢ্য শোভাযাত্রায় পাহাড়ে শুরু হলো ত্রিপুরা সম্প্রদায়ের প্রাণের উৎসব বৈসু। ত্রিপুরাদের ঐতিহ্যবাহী প্রধান ধর্মীয় ও সামাজিক এ উৎসব উপলক্ষে পাহাড় জুড়ে এখন বৈসাবীর আমেজ। সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনুষ্ঠিত হয় ত্রিপুরাদের বৈসু শোভাযাত্রা ও গড়িয়া নৃত্য।
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও বাংলাদেশ ত্রিপুরা সস্টুডেন্টস ফোরাম এ শোভাযাত্রার আয়োজন করে। টিএসএফ মাটিরাঙ্গা আদর্শ উপজেলা শাখার সভানেত্রী ডলি ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বিটিকেএস’র সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে টিএসএফ এর পক্ষ থেকে মেধবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ অনুদান প্রদান করা হয়।
এম/এস