খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং ইউনিয়নের লাচারী পাড়ায় দূর্গম পাহাড়ে বসবাসরত হতদরিদ্র ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ২৫০ জন পাহাড়ি পরিবারের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
২৭শে মার্চ সোমবার সকাল ১০টায় রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক (এডি) রাজু আহমেদ এর উপস্থিতিতে দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।চিকিৎসা সেবা প্রদান করেন বিজিবির মেডিকেল অফিসার ডাঃ মইনুল আহমেদ (রিফাত),রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাদ্দাম হোসেন, এসময় আরো উপস্থিত ছিলেন, ৪৩ বিজিবির লাচারী পাড়া ক্যাম্প কমান্ডার মোহাম্মদ জাহান, মেডিকেল সহকারী মোহাম্মদ জাহিদ, মোঃ মোস্তফা সহ বিজিবির সদস্য এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।
রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক (এডি)রাজু আহমেদ জানান,রামগড় বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবজাতির কল্যাণে কাজ করে যাচ্ছে, বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ সহ বিজিবি হতদরিদ্রদের আর্থিক সহযোগিতা,ত্রান সামগ্রী বিতরণ সহ জনকল্যাণ মূলক কাজ চলমান রেখেছে, যা অতিতের ন্যায় চলমান থাকবে।
এম/এস