খাগড়াছড়ি জেলার রামগড় ৪৩ বিজিবির কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লাচারীপাড়া বিওপির কলসীরমুখ এলাকায় ০১ টি সাবমার্সিবল ডিপ-টিউবওয়েল স্থাপন করা হয়।
২৬শে মার্চ ২০২৩ রামগড় উপজেলার ১নং ইউপি লাচারীপাড়া বিওপির কলসীরমুখ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় পাহাড়ীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিশুদ্ধ পানি সরবরাহের নিমিত্তে রামগড় ৪৩ বিজির কর্তৃক প্রদানকৃত সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ০১টি ডিপ টিউবওয়েল স্থাপন করার পর শুভ উদ্বোধন করেন রামগড় জোনের স্টাফ অফিসার সহকারী পরিচালক, রাজু আহমেদ, পিবিজিএমএস। উক্ত ডিব-টিউবওয়েল স্থাপনে লাচারীপাড়া বিওপির কলসীরমুখ এলাকায় বসবাসরত ৩৫টি পরিবার উপকৃত হবে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃকর্নেল মোঃহাফিজুর রহমান,পিএসসি জানান,পাহাড়ী ও বাঙ্গালী গরীব দুস্থ্য জনসাধারনের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন(৪৩ বিজিবি) কর্তৃক উন্নয়ন কার্যক্রমের ধারা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এম/এস