সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মহালছড়ি বাজারে নিত্যেপণ্যের বাজার মনিটরিং করেছে মহালছড়ি থানা পুলিশ। সেই সাথে মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান পরামর্শে ইউনিয়নে বিট পুলিশ ও কমিউনিটি পুলিশ কর্তৃক ইউনিয়ন বাজারগুলোতে মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে।
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে আজ ২৩ মার্চ ২০২৩ বৃহস্পতিবার সকাল ১০.৩০ টা থেকে ১২.০০ঘটিকা পর্যন্ত সকল প্রকার পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি প্রতিরোধ ও সচেতনতায় মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খানের পরামর্শে উপ-পরিদর্শক মোঃ কে আর আশরাফুজ্জামান এর নেতৃত্বে উপজেলার বাজারের প্রায় দোকান ও আশপাশের পণ্যেদ্রব্য সামগ্রীর দোকানগুলোতে সতর্কতামূলক এ-মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় প্রতিটা মুদি দোকান, শাক-সবজি, মাছ-মাংস, বিভিন্ন জাতের মুরগির দোকান মনিটরিং সহ সঠিক ওজন দেয়া, মেয়াদ উত্তীর্ণ পণ্যদ্রব্য বিক্রি না করা এবং পণ্যদ্রব্য সামগ্রীর দৈনিক মূল্য তালিকা টাঙ্গানোর পাশাপাশি কেহ যেন পণ্যদ্রব্যের মূল্য নিয়ে কোনো প্রকার গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে ব্যবসায়ী ও সর্বসাধারণদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
বাজার তদারিক করার বিশেষ মুহুর্তে উপ-পরিদর্শক মোঃ কে আর আশরাফুজ্জামান পুলিশ টিমকে নিয়ে প্রতিটি নিত্যেপ্রয়োজনীয় মুদি দোকানীদেরসহ অন্য দোকানীদের বোঝানোর চেষ্টা করে বলেন নিত্যেপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্য তালিকা টাঙ্গানোসহ গুদামজাতকরণের বিষয়ে সতর্কতা না থাকলে ভ্রাম্যমান আদালতে আইনানুগ ব্যবস্থা জরিমানার আওতায় আনা হবে।
এম/এস