পবিত্র রমজানে বাজারমূল্য নিয়ন্ত্রণে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মাঠে নেমেছে পুলিশ।
২৩ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার রাজ বাজার পরিদর্শন করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম। এ সময় পরিদর্শক(তদন্ত) মো. আজগর হোসেন, উপ-পরিদর্শক মো. আশিক, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, বাজার সেক্রেটারী মো. আবদুল কাদের প্রমূখ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম এ সময় মুদি, কাঁচা বাজার ও হাঁস-মুরগী বিক্রেতাদের সাথে কথা বলেন। তিনি ব্যবসায়ীদের সর্তক করে বলেন, রমজানে কোন অজুহাত দেখিয়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা যাবে না। প্রতিনিয়ত মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে হবে। অন্যথায় আইনের আওতায় আসতে হবে।
এম/এস