দেশব্যাপি ভূমি ও গৃহহীন পরিবারে ভূমি ও গৃহ নির্মাণ প্রকল্পে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় চর্তুথ ধাপে নতুন ঘরে ঠাঁই পাবেন ২২৫ পরিবার। আগামী ২২ মার্চ ভার্চুয়ালী ঘরের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০ মার্চ দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেস ব্রিফিং ইউএনও রক্তিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা দেশে ভূমি ও গৃহহীন কেউই থাকবেনা। এরই আলোকে তৃতীয় ধাপের ২৫ এবং চর্তুথ ধাপের ২০০ ভূমি ও গৃহহীন পরিবারের জন্য ইতোমধ্যে আশ্রয়ণ প্রকল্পে ঘর নির্মাণ শেষ হয়েছে। ২২ মার্চ সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী এসব ঘরের চাবি ও দলীল হস্তান্তর করবেন। এছাড়া এসব হত-দরিদ্র ও গরীব পরিবারের হাতে স্থানীয় ব্যক্তিবর্গ ও প্রশাসনের সহযোগিতায় খাদ্য সামগ্রী (চাল ডাল,আলু, তেল,খেজুর) একটি করে প্যাকেট তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যে কেউ এগিয়ে আসার সুযোগ রাখা হয়েছে।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয়( আংশিক) ৬৯৭ পরিবারকে আশ্রয়ণে সুবিধা নিশ্চিত করা হয়েছে এবং চলমান রয়েছে আরও ১৩০ টি ঘরের নির্মাণ কাজ।
এম/এস