• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ পদ্মায় জেলের জালে ধরা এক চিতল বিক্রি হলো ২২ হাজার টাকা বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ২০২৪ইং নির্বাচন সম্পন্ন পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান- ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

উত্তম চরিত্র গঠনে মাদ্রাসা শিক্ষা গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে…. হুমায়ুন মোরশেদ খাঁন

স্টাফ রির্পোটারঃ / ১৮১ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২০ মার্চ, ২০২৩

শিক্ষার্থীদের উত্তম চরিত্র গঠনে মাদ্রাসা শিক্ষা গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে মন্তব্য করে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার গভর্ণিং বডির সভাপতি এম হুুমায়ুন মোরশেদ খাঁন বলেন, মাদরাসা শিক্ষার ক্ষেত্রে বড় অবদান হলো সৎ ও আদর্শ নাগরিক গঠন। তাছাড়া একজন মাদরাসা পড়ুয়া শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীর তুলনায় চারিত্রিক বহু উন্নতি সাধিত হয়।

সোমবার (২০ মার্চ) সকালের দিকে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ, পুরস্কার বিতরনী, দাখিল পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো: সলিম উল্ল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অত্র মাদ্রাসার বিদ্যানুরাগী সদস্য মো: এরশাদুজ্জামান ও গভর্ণিং বডির সদস্য মো: আব্দুল কাদের প্রমুখ বক্তব্য দেন।

পবিত্র আল-কোরআনের অংশ বিশেষ তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। একই সময়ে শিক্ষার্থীরা তাদের সুললিত কণ্ঠে অতিথীদের হামদ ও নাত গেয়ে শুনান।

এ সময় আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়াও অত্র প্রতিষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথীরা।

এছাড়া অনুষ্ঠান শেষে বিশ্ব উম্মাহর শান্তি প্রতিষ্ঠা এবং দাখিল পরিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদরাসার সহকারি মৌলভী মো. নজির আহাম্মেদ।

অনুষ্ঠানে উপাধ্যক্ষ মো.হানিফুর রহমান, গভর্ণিং বডির সদস্য মো. জাহিদুল ইসলাম, সদস্য মো: মোস্তফা, প্রভাষক (বাংলা) মো: আফজাল হোসেন, প্রভাষক (ইসলামোর ইতিহাস) আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক (আরবি) মো: রফিকুল ইসলাম ছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ অনেকে উপস্থিত ছিলেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ