বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৭ মার্চ শুক্রবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বাংলাদেশের মহান স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এশার নামাজ বাদ নিজস্ব এবং অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএ-৬৫৯৭ লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম অধিনায়ক, যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) উপস্থিত ছিলেন।
এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দসহ ব্যাটালিয়নে উপস্থিত সকল অফিসার, জুনিয়ার কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিক ও অসামরিক কর্মচারীবৃন্দ এবং সপরিবারে বসবাসরত পরিবারবর্গ বর্ণিত অনুষ্ঠান মনমুদ্ধকর পরিবেশে উপভোগ করেন।
এম/এস