খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় নবগঠিত মাটিরাঙ্গা উপজেলা মানবাধিকার কমিশন সদস্যদের শপথ গ্রহন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২২ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে মাটিরাঙ্গা উপজেলা মানবাধিকার কমিশন আয়োজিত শপথ গ্রহন ও পরিচিতি সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মোঃ সাঈদুর রহমান।
মাটিরাঙ্গা উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক প্রশান্ত সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা আক্তার ববি, মাটিরাঙ্গা থানার এস আই মোঃ হাসান, বাংলাদেশ মানবাধিকার কমিশন খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস উজ-জামান।
সভায় বক্তারা সকলকে সমালোচনা উর্ধেব উঠে মানবাধিকার নিশ্চিত কল্পে ভুমিকা রাখার আহবান জানান। এ সময় তারা পুলিশ প্রশাসন, উপজেলা প্রসাসন ও সহকারী কমিশনার (ভুমি) এর কার্যালয়ের সর্বাত্তক সহযোগিতা কামনা করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকেও সর্বাক্তক সহযোগিতা প্রদানের আশ^াস দেন আমন্ত্রিত অতিথিবৃন্দগণ।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা মানবাধিকার কমিশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, মানবাধিকার কমিশনের কর্মকান্ড যেনো শুধুমাত্র শালিশী বৈঠকের মধ্যে সীমাবদ্ধ না থাকে। শালিশী কার্যক্রম যেনো একতরফা না হয় সে দিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে । নিজেদের কোন রকম অনিয়মের সাথে না জড়িয়ে মানুষের অধিকার সু-রক্ষায় কাজ করে যাওয়ার আহবান জানিয়ে কর্মক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তাৎক্ষনিক উপজেলা প্রশাসনকে অবগত করার পরামর্শ দেন তিনি।