খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় বিশেষ অভিযানে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।
১১ মার্চ (শনিবার) বেলা সাড়ে বারোটার দিকে দীঘিনালা সেনা জোনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সূত্রে জানানো হয়, সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মেরুং ইউপি অধীনস্থ ৯ মাইল এলাকায় সশস্ত্র বাহিনী কতৃক চাঁদাবাজির খবর পেলে দীঘিনালা সেনা জোনের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা সকল সরঞ্জাম রেখে পালিয়ে যায়। তাৎক্ষণিক চাঁদাবাজের আস্তানায় অভিযান চালিয়ে ১ টি গাদা বন্দুক, ১ টি দেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ১ টি এ্যান্টেনা, চাঁদা আদায়ের রশিদ ও ২ টি মোবাইল সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী।
সূত্রে আরো জানানো হয়, সশস্ত্র চাঁদাবাজরা অনান্য যানবাহনের পাশাপাশি সম্প্রীতি ধসে পড়া দীঘিনালার বেইলি সেতু মেরামতের সরঞ্জাম বহনকারী বেসামরিক গাড়ি থেকেও মোটা অঙ্কের চাঁদা দাবি করে। সেনাবাহিনীর অভিযান পরিচালনার পর থেকে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়। পরবর্তীতে উদ্ধারকৃত সরঞ্জামাদি দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়।
খাগড়াছড়ি রিজিয়নের নির্দেশনা মোতাবেক সশস্ত্র চাঁদাবাজদের বিরুদ্ধে দীঘিনালা সেনা জোনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এম/এস