২৭ই ডিসেম্বর ২০২২ বিকাল ৩.০০ ঘটিকায় রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির অধীনস্থ লাচারীপাড়া বিওপির একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত লাচারীপাড়া বিওপির পিলাকছড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স এবং অন্যান্য মালামাল আটক করা হয়,যার বাজারমূল্য ৪৫,২২৭ টাকা। আটককৃত বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স এবং অন্যান্য মালামাল সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এছাড়া সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ কয়লারমুখ বিওপির এর একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত বৈদ্ধগেরামারা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ আটক করা হয়। আটককৃত ভারতীয় মদ জোরারগঞ্জ থানায় জিডি এন্ট্রি করে পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
রামগড় ৪৩ বিজিবির জোন কমন্ডার লে.কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান,পিএসসি জানান সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।
এম/এস