স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা, ও দোয়া মাহফিল পালন করা হয়েছে। সোমবার (৩০ মে) সকালে দক্ষিণ আইচায় দলিউদ্দিন মাষ্টার’র বাড়িতে এ কর্মসূচী পালিত হয়।
এ সময় দক্ষিণ আইচা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক মাষ্টার’র সভাপতিত্বে ও চরমানিকা ইউনিয়ন বিএনপি যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন- ভোলা ৪- আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দীন আলম, চরমানিকা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন গাজী সহ প্রমুখ। এসময় দক্ষিণ আইচা বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা ও দোয়া মাহফিলে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জনগণের কল্যানের জন্য দোয়া করা হয়।
এম/এস