খাগড়াছড়ির রামগড়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনের মাধ্যমে মাঠে গড়ালো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-অনুর্ধ ১৭।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে টূর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদিপ ত্রিপুরা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল, সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু কাউছার, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুল কাদের প্রমুখ।
এম/এস