• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষ ও তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে- আমীর খসরু বানভাসিদের জন্য রাজারবাগ দরবার শরীফের মেডিকেল ক্যাম্পেইন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কাচালং নদীতে গোসল করতে নেমে এক কিশোরী নিখোজ নবীনগরে উস্তাদ আলাউদ্দিন খাঁ,র ৫২ তম মৃত্যু বার্ষিকী পালন মানিকছড়িতে মারমা কল্যাণ সমিতির মতবিনিময় ও আলোচনা সভা মানিকছড়িতে মারমা ঐক্য পরিষদের মতবিনিময় সভা জেলার ত্রাণ তহবিলে নানিয়ারচর বিএনপির অর্থ জমা লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে সেনা জোন লংগদুতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত লংগদুতে ইউপি সদস্য রূপচান,র, পদ ত্যাগের দাবিতে মানববন্ধন

লামা ইউএনও’র ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা / ৩৫৭ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২০ মার্চ, ২০২২

বান্দরবানের লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন স্কুলের শিক্ষক সহ বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। শনিবার (১৯ মার্চ) দুপুরে “লামা উপজেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা” নামে ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে বিষয়টি সকলকে অবগত করেন ইউএনও মোঃ মোস্তফা জাবেদ কায়সার। এছাড়া এই বিষয়ে লামা থানায় জিডি করা হয়েছে।

স্ট্যাটাসে জানানো হয়, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে লামা উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এর নামে ভূয়া পরিচয়ে অনেকের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে, এতে কেউ কোন ধরনের বিভ্রান্ত না হওয়ার এবং কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সকলকে অনুরোধ করা হলো.. অনুরোধক্রমে, উপজেলা নির্বাহী অফিসার, লামা, বান্দরবান পার্বত্য জেলা।

ইউএনও মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, শনিবার দুপুরে কয়েকজন স্কুল শিক্ষক সহ অনেকের কাছ থেকে আমার সরকারি নাম্বার (০১৫৫০০০৭১৮০) থেকে ফোন করে টাকা চাওয়ার বিষয়টি জানতে পারি। তাদের ফোনে এ সময় আমার মোবাইল নম্বরটি ভেসে উঠেছে। অনেক শিক্ষককে তাদের স্কুলের ল্যাপটপ আসছে বলে টাকা দাবি করা হয়। আসলে এসব ফোন কল আমার নয়। এ ঘটনায় আমি বিব্রত। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানার পর সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে এবং এই বিষয়ে আমার অফিস সহকারী মোহাম্মদ আব্দুল্লাহ ছিদ্দিকী দিয়ে লামা থানায় সাধারণ ডায়েরি করেছি। সাধারণ ডায়েরি নং- ৭৬২, তারিখ- ১৯ মার্চ ২০২২ইং।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ইউএনও লামার পক্ষে অফিস সহকারী সাধারণ ডায়েরি করলে বিষয়টি আমরা অবহিত হই। এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ