খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার পথাছড়ায় এস বি এম ইট ভাটার মালিক শহীদ কোম্পানিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার(৩১ ডিসেম্বর) বিকেলে পথাছড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ।
ইট প্রস্তুত ও ভাটা স্হাপন ও ব্যবস্থাপনা আইন,২০১৩ এর ৫ধারা লংঘণে ১৫(১) এর(ক) উপধারা অনুযায়ী ৫০হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকারী গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন, অবৈধভাবে অনুমোদনহীন ভাটার বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে।