• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
বেড়াতে আসুন রূপের রাণী বান্দরবানে লামায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ ইতিহাদ এর উদ্যোগে লামায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত সরকারি পুকুরে মাছ শিকারের অভিযোগে লক্ষ টাকা জরিমানা করল উপজেলা প্রশাসন আগামীকাল শনিবার কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে জোন কমাণ্ডার’স স্কলারশিপ: অংশ নিচ্ছেন ৫১২ জন শিক্ষার্থী খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠিত নদীর পাড়ে তামাক চাষ বন্ধে বিএটিবি’র কৃষক সমাবেশ আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে মানিকছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বই ও শিক্ষা উপকরণ উপহার প্রদান চাঁদার টাকা না দিলে হামলা বেপরোয়া হয়ে উঠেছে -সন্ত্রাসী রকি গ্রুপ ১ যুগ পর মহালছড়ি গণতান্তিক উপায়ে বাজার ব্যবসায়ী কমিটি গঠন ওলামা বাজার মাদ্রাসার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

মাটিরাঙ্গাতে প্রক্সি পরিক্ষা দিতে গিয়ে শিক্ষক জেলে

মাটিরাঙ্গা প্রতিবেদক: / ৪৮৫ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অন্যের হয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন (বাউবি) এইচএসসি প্রোগ্রামের পৌরনীতি ১ম পত্রের পরিক্ষা দিতে গিয়ে হাতে নাতে ধরা খেলেন মো.ফরিদ উদ্দিন নামে এক শিক্ষক।

আজ শুক্রবার ১৭ ডিসেম্বর মাটিরাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রক্সি পরিক্ষা দিতে গিয়া আটক ফরিদ উদ্দিন কে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো.হেদায়েত উল্যাহ।

আটক ফরিদ উদ্দিন মাটিরাঙ্গা উপজেলার গোমতী বিকে উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক। সে গোমতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলিম রাইটার পাড়ার এরশাদ আলীর ছেলে।তবে তিনি কার পক্ষ্যে প্রক্সি পরিক্ষা দিতে গিয়েছিলেন এ বিষয়ে পরিক্ষা কেন্দ্রে সংশ্লিষ্ট কেহ মুখ খুলতে রাজি হন নি।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের সহকারি পরিচালক শাহানা আক্তার বলেন,একজনের হয়ে আরেকজনের পরিক্ষা দেয়াটা দুঃখজনক এবং অনৈতিক। বিষয়টি আমি বাউবির পরিক্ষার নিয়ন্ত্রক কে অবহিত করবো।

এ বিষয়ে মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাউবির এইচএসসি প্রোগ্রামের সমন্বয়কারী প্রশান্ত কুমার ত্রিপুরা স্থানীয় সাংবাদিকদের কোন ধরণের তথ্য না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো.হেদায়েত উল্যাহ বলেন, প্রক্সি দেয়ার সময় হাতেনাতে আটক করে মো. ফরিদ উদ্দিনকে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। তবে তিনি কার হয়ে প্রক্সি পরীক্ষা দিচ্ছিলেন সে বিষয় মুখ খুরতে নারাজ তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ