খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় সরকার পরিষদের সাবেক চেয়ারম্যান সমীরণ দেওয়ান।
১৫ ডিসেম্বর (সোমবার) বিকাল ৪টায় জেলা পার্বত্য জেলা খাগড়াছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা যায়।
এর আগে তিনি ২০০৮ সালে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান থাকাকালীন এ জেলার মানুষের জন্য ব্যাপক কাজ করেছিলেন বলে এলাকায় ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে সুপরিচিত।
সমীরণ দেওয়ানের পক্ষে মনোনয়নটি গ্রহণ করেন স্থানীয় সরকার পরিষদের সাবেক সদস্য এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পুরুষোত্তম চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতা গফুর তালুকদার, যুব নেতা সাইফুল ইসলাম, বিদর্শী চাকমা, নারী নেত্রী পরিনীতা দেওয়ান, উক্রাচিং মারমা সহ আরও অসংখ্য নেতৃবৃন্দ।