• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
নামে শান্তি চুক্তি হলেও এই চুক্তির মূলে রয়েছে অশান্তি- ইন্জি: থোয়াইচিং মং শাক  খাগড়াছড়ি-২৯৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান ১০ আর ই ব্যাটালিয়ন দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ দীঘিনালায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম দুর্গম পাহাড়ে উন্নয়নের ছোঁয়া: পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক কর্মসূচি লংগদুতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ যুবক গ্রেফতার সাজেকে বনবিভাগের কার্যালয়ে ইউপিডিএফের হামলায় ভাঙচুর ও লুটপাট, এক বনরক্ষী আহত কাপ্তাইয়ে দারুল উলুম বড়ইছড়ি নুরানী মাদ্রাসা’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ পাহাড়ে শীত জেঁকে বসেছে! শীতার্ত পথচারীর গায়ে কম্বল জড়িয়ে দিলেন প্রশাসন বাবুছড়ায় ৭ বিজিবির চেকপোস্ট স্থাপন মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে তৎপরতা বৈষম্যহীন সহাবস্থান এবং সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে- সিএইচটি সম্প্রীতি জোট ধর্মীয় বৈচিত্র মাথায় রেখে শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দিবেন – কর্নেল একরামুল রাহাত

লংগদুতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ যুবক গ্রেফতার

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি) / ৪৪ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

মো.আলমগীর হোসেন,লংগদু(রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদু উপজেলায় আটারকছড়া ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানা পুলিশের সফল অভিযানে দুইশত পিস ইয়াবা সহ এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (১৪ ডিসেম্বর) আনুমানিক পাঁচটার সময়, উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি ক্যায়াংঘর বটতলা যাত্রীছাউনীর সামনে মুল সড়কে অভিযান পরিচালনা করে উক্ত মাদক পাচারকারী যুবক হাছান আলী(২৫) কে আটক করা হয়।

লংগদু থানা পুলিশ সুত্রে জানাযায়, ০১নং আটারকছড়া ইউপিস্থ করল্যাছড়ি ক্যায়াংঘর বটতলায় যাত্রীছাউনির সামনে পাকা রাস্তার উপর এসআই(নিঃ) এস,এম,আল- মামুন এর নেতৃত্বে মোবাইল ডিউটি করাকালীন সময়ে চেক পোস্ট পরিচালনা করে। এসময় তল্লাশি করার এক পর্যায়ে একজন মাদক ব্যবসায়ী মোঃ হাছান আলী(২৫), পিতা- মোঃ নিজাম”র নিকট দুইশত পিস ইয়াবা পাওয়া যায়।
মাদক ব্যবসায়ী হাছান, খাগড়াছড়ি জেলার উত্তর মিলনপুর, ০৭নং ওয়ার্ড, কবাখালী ইউপি, থানা- দীঘিনালা, জেলার বাসিন্দা।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, উক্ত গ্রেফতারকৃত মাদক কারবারিকে ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে, লংগদু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু করে, উক্ত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান লংগদু থানা পুলিশ সর্বদা মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ