• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মহান বিজয় দিবসে রাঙ্গামাটি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি মহান বিজয় দিবসে আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবি সেক্টর কমান্ডার এর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন  মহান বিজয় দিবসে রাঙ্গামাটি ইফা’র খতমে কোরআন ও সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবসে কাপ্তাইয়ে নানা কর্মসূচী মহান বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে মফিকুল হাসান তৃপ্তির শ্রদ্ধা রাঙ্গামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠান বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন মহান বিজয় দিবস উপলক্ষে নাগরিক পরিষদের আলোচনা সভা: পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’র হুঁশিয়ারি বিজয় দিবস উপলক্ষে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি দীঘিনালায় স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ছাত্রী নিখোঁজ নামে শান্তি চুক্তি হলেও এই চুক্তির মূলে রয়েছে অশান্তি- ইন্জি: থোয়াইচিং মং শাক  খাগড়াছড়ি-২৯৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান

দীঘিনালায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: / ৬১ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি::

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ ওমর ফারুক, পিএসসি মহোদয়ের নির্দেশনায় ক্যাপ্টেন আবু রায়হানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল কবাখালী ইউনিয়নের ডানে কবাখালী, জোড়া ব্রিজ ও ব্যারাকছড়া এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছে।
সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সৃষ্ট বিভ্রান্তি ও ভুল ধারণা দূরীকরণের লক্ষ্যে সেনাসদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে কুশলাদি বিনিময় করেন। এর পাশাপাশি শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এছাড়া স্থানীয় জনগণের বিনোদন ও খেলাধুলায় সম্পৃক্ততা বাড়াতে ভলিবল ও নেট বিতরণ করা হয়। প্রত্যন্ত অঞ্চলের মানুষের সঙ্গে প্রীতি ভলিবল ম্যাচ আয়োজনের মাধ্যমে সেনাবাহিনী ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক দূরত্ব কমিয়ে আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করছে সেনাবাহিনী।
সংশ্লিষ্টরা জানান, পাহাড়ি অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সেনাবাহিনীর প্রতি পূর্ণ আস্থা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের মানবিক ও জনসম্পৃক্ত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসব কার্যক্রমে পাহাড়ি জনগণ আনন্দ ও সন্তোষ প্রকাশ করে দীঘিনালা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ