মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি::
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ ওমর ফারুক, পিএসসি মহোদয়ের নির্দেশনায় ক্যাপ্টেন আবু রায়হানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল কবাখালী ইউনিয়নের ডানে কবাখালী, জোড়া ব্রিজ ও ব্যারাকছড়া এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছে।
সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সৃষ্ট বিভ্রান্তি ও ভুল ধারণা দূরীকরণের লক্ষ্যে সেনাসদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে কুশলাদি বিনিময় করেন। এর পাশাপাশি শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়া স্থানীয় জনগণের বিনোদন ও খেলাধুলায় সম্পৃক্ততা বাড়াতে ভলিবল ও নেট বিতরণ করা হয়। প্রত্যন্ত অঞ্চলের মানুষের সঙ্গে প্রীতি ভলিবল ম্যাচ আয়োজনের মাধ্যমে সেনাবাহিনী ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক দূরত্ব কমিয়ে আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করছে সেনাবাহিনী।
সংশ্লিষ্টরা জানান, পাহাড়ি অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সেনাবাহিনীর প্রতি পূর্ণ আস্থা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের মানবিক ও জনসম্পৃক্ত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসব কার্যক্রমে পাহাড়ি জনগণ আনন্দ ও সন্তোষ প্রকাশ করে দীঘিনালা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত