• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
মহান বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে মফিকুল হাসান তৃপ্তির শ্রদ্ধা রাঙ্গামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠান বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন মহান বিজয় দিবস উপলক্ষে নাগরিক পরিষদের আলোচনা সভা: পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’র হুঁশিয়ারি বিজয় দিবস উপলক্ষে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি দীঘিনালায় স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ছাত্রী নিখোঁজ নামে শান্তি চুক্তি হলেও এই চুক্তির মূলে রয়েছে অশান্তি- ইন্জি: থোয়াইচিং মং শাক  খাগড়াছড়ি-২৯৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান ১০ আর ই ব্যাটালিয়ন দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ দীঘিনালায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম দুর্গম পাহাড়ে উন্নয়নের ছোঁয়া: পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক কর্মসূচি লংগদুতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ যুবক গ্রেফতার

বাবুছড়ায় ৭ বিজিবির চেকপোস্ট স্থাপন মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে তৎপরতা

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: / ৬১ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নে মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণে চেকপোস্ট স্থাপন করেছে ৭ বিজিবি। একই সঙ্গে বাংলাদেশের আলোচিত তরুণ ছাত্রনেতা ওসমান শরীফ হাদির হত্যাকাণ্ডে জড়িত আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে ৭ বিজিবির তত্ত্বাবধানে বাবুছড়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কে এ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়। এ সময় বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয় এবং যাত্রীদের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
৭ বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ সড়কগুলো দিয়ে কোনো ধরনের অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র কিংবা চোরাচালানি পণ্য পরিবহন যেন না হতে পারে—সে লক্ষ্যেই নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে সংঘটিত ওসমান শরীফ হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ যাতে সীমান্ত ব্যবহার করে পালিয়ে যেতে না পারে, সে বিষয়েও বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এলাকাবাসী জানান, বিজিবির এই উদ্যোগের ফলে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। এতে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড কমবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

৭ বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের চেকপোস্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ