খাগড়াছড়ি প্রতিনিধি।। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে খাগড়াছড়ি বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন। রবিবার (০২ মার্চ) বিকেলে খাগড়াছড়ি পৌর শহরে বাজার মনিটরিং কার্যক্রম করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার ও পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।
পৌর শহরে বাজারে মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, মাছ, মাংস ও সবজি বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের পণ্যের বাজার মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ, তেল বা কোনো প্রকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য মজুদ না করা ইত্যাদি বিষয় নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।