মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে একটি হাতি শাবক উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ২নং গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়া চিতা খোলা নামক ঝিড়ির পাশে পাহাড়ের পাদদেশে শাবক টি উদ্ধার করে বন বিভাগ।
রাইখালি রেন্জের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা হাসান বলেন, আজ বিকাল সাড়ে তিনটায় কয়েকজন পথচারী একটি হাতির শাবক পড়ে থাকতে দেখে বনকর্মীদের খবর দেয়। বনকর্মীরা হাতির বাচ্চাটি অক্ষত অবস্থায় পেয়েছে।ধারণা করা হচ্ছে মা হাতি খাবারের সন্ধানে গেলে শাবক টি গভীর ঝিড়িতে পড়ে যায়।
রাজভিলা রেন্জের রেন্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, হাতির শাবকের বিষয়ে শুনেছি, আমার অফিসের ষ্টাপরা উদ্ধারের জন্য ঘটনা স্থলে গেছেন। তবে উদ্ধারের পর শাবকটির মা এর জন্য ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে। ২৪ ঘন্টার পর বুঝাযাবে শাবক টি ইকো পার্ক নাকি সাফারী পার্কে পাঠানো হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন, গতকাল থেকে শুনেছি ওগাড়ী পাড়া এলাকায় বন্যহাতির তান্ডব, বিষয় টি বনবিভাগ কে অবগত করেছি হাতি তাড়ানের জন্য। আজ সোমবার একটি হাতির শাবক ঝিড়িতে পড়ে আছে বলে শুনছি। হাতির শাবক টি উদ্ধারের জন্য বন বিভাগ কে বলা হয়ছে তারা এসে শাবক টি উদ্ধার করে বন বিভাগের আইন আনুগ ব্যবস্থা করবেন।
উদ্ধার হওয়া হাতির শাবক টি যে কানে পড়েছিল তার কিছু দূরে মা হাতি অবস্থান করছে বলে জানা গেছে।
প্রঙ্গতঃ গত সোমবার থেকে বন্যহাতির তান্ডব চলছে উপজেলার গামারী বাগান, ওগাড়ী পাড়া, ইউনিম্রং পাড়ার পাশের কলা বাগান।